গোল্ডেন বুট জয় তবুও মন খারাপ এমবাপ্পের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:০২ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩১

ফাইনালে এরচেয়ে ভালো হয়তো খেলা সম্ভব নয়। এরচেয়ে ভালো সুযোগও হয়তো আসা সম্ভব নয়। আফসোসটা তাই হয়তো থেকেই যাবে কিলিয়ান এমবাপ্পের। পুরো আসরেই দুর্দান্ত খেলা ফ্রান্সম্যান এমবাপ্পে সবই যেন জিতলেন কিন্তু এবার টানা দ্বিতীয়বার শিরোপা জেতা হলো না তার।

বিশ্বকাপের এক আসরে আট গোল করেছেন এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিক করার কীর্তিও গড়েছেন, রেকর্ডটি এখন তার। আসরের সর্বোচ্চ গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। কিন্তু তবুও এমবাপ্পের মুখে নেই হাসি। মলিন এমবাপ্পেকে দেখে হয়তো ফরাসিদের চোখেও জল এসেছে।

দুর্দান্ত খেলে, কামব্যাকের গল্প লিখেও যে টানা দু’বার বিশ্বকাপ জেতা হলো না তার। গোল্ডেন বুটের পুরস্কার তাই মলিন মুখে নিলেন ২৩ বছর বয়সী তরুণ। আসরের সেরা খেলোয়াড় হওয়া মেসি গোল্ডেন বল জিতেছেন। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। গোল্ডেন গ্লাভস জিতেছেন আলবিসেলেস্তে ‘বাজপাখি’ এমি মার্টিনেজ। তাদের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে হলো তার।

কিন্তু এমবাপ্পে একটুও হাসলেন না। হয়তো হাসতে পারলেন না। তার আগে এককভাবে পুরস্কার জিতে পোজ দিতে হলো সেখানেও স্বপ্নভঙ্গের ধাক্কা চোখে মুখে পরিষ্কার। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সান্ত্বনা দিতে আসেন তাকে। সেখানেও মলিন মুখে এমবাপ্পে।

অথচ বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। ৫৬ বছর পরে ফাইনালে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জিওফ হার্স্ট যে কীর্তি গড়েছিলেন। এবার এমবাপ্পে তার পাশে নাম লেখালেন। বিশ্বকাপ ফাইনালে একমাত্র ফুটবলার হিসেবে চার গোল করার কীর্তি গড়েছেন। তবুও তিনি পরাজিত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত