ক্যান্সারে আক্রান্ত পঞ্চগড়ের বাঁধন বাঁচতে চায়  

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৩১ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫২

পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকায় ক্যান্সার আক্রান্ত বাঁধন ইসলাম (২৩) বাঁচতে চায়।সে ভ্যান চালক ময়নুল ইসলামের বড় ছেলে।দাঁতে টিউমার থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে রংপুর থেকে অপারেশন করা হয়েছে।এখন দিতে হবে কেমোথেরাপি কিন্তু অর্থের অভাবে দিতে পারছেনা।আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে বাঁধনের বাবা-মা।

বাঁধন ২০১৯ সালে দেওয়ান হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে, জগদল ডিগ্রী কলেজে ভর্তি হয়।কিন্তু অর্থাভাবে পড়তে না পারায় কম্পিউটার কম্পোজের দোকান কাজ করছিল।

জানা যায়,দীর্ঘদিন ধরে ক্যান্সার দুরারোগ্য রোগে ভুগছেন বাঁধন। অর্থাভাবে গরিব বাবা মা’র পক্ষে ব্যয়-বহুল চিকিৎসা করাতে না পারায় যে কোনো মুহূর্তেই নিভে যেতে পারে বাঁধনের জীবন প্রদীপ। শুরুতে বাঁধনের ভ্যানচালক বাবা তার সহায় সম্বল বিক্রি করে রংপুর হাসপাতাল থেকে অপারেশন করেন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন রেজিস্ট্রার (ডেন্টাল) ডা.বিদুৎ কুমার সরকার এর তত্বাবধানে ছিলেন।

এখন কিছুদিন পরপর রাজশাহী গিয়ে দিতে হবে কেমোথেরাপি।প্রতিটির পিছনে পরীক্ষা নিরিক্ষাসহ খরচ হবে ৩০ হাজার টাকা।ভ্যানচালক বাবার পক্ষে সে খরচ বহন করা অসম্ভব।দেশ-বিদেশের সকল হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বাঁধনের বাবা-মা।তার চিকিৎসায় আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ/নগদ নম্বর- ০১৭০৭৪৭৫৩০৬ (বাঁধনের বাবা-মা)। মো.বাঁধন ইসলাম ডাচবাংলা ব্যাংক পঞ্চগড় শাখা হিসাব নম্বর-২১৯৭৩৪৮৬২৩৭৯৭। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত