কৃষক লীগের মহিলা লীগের পক্ষে বিএনপি নেতার সুপারিশ এলাকায় তোলপাড়

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫৮ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৫, ২৩:৫৪

বাংলাদেশ কৃষক লীগের পঞ্চগড় জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক আমিনুন নাহার পিয়াকে সুপারিশ করেছেন জেলা বিএনপির আহবায়ক।  কৃষকলীগের জেলা কমিটির স্বাক্ষরিত কমিটি ও জেলা বিএনপির  প্রত্যায়ন করা পত্রটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জেলা কৃষক লীগের স্বাক্ষরিত কমিটির পত্রটিতে দেখা যায় ২৯ নম্বর ক্রমিকে মহিলা বিষয়ক সম্পাদক আমিনুনন নাহার পিয়া। এতে ১/৫/২৩ ইং তারিখের ইস্যুতে সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষর করা রয়েছে।
 এদিকে জেলা  বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর ১২/১২/২৪ ইং স্বাক্ষরিত অপর একটি পত্রে দেখা গেছে, মোছাঃ আমিনুন নাহার পিয়া পিতামৃত নূরুল হক আশরাফী  গ্রাম ডোকরোপাড়া পঞ্চগড় সদর তিনি রাজনীতিতে প্রত্যেক্ষ-পরোক্ষভাবে জড়িত নয়।

এ বিষয়ে মুঠো ফোনে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন ‘ এতো লোকের ভীরে আমি কেমন করে বলবো কে কোন দল করেন। এছাড়া সেফ কাস্টিরি থেকে কিভাবে ওই চিঠি বের হলো সেটিও জানার বিষয়। এডিটও হতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত