কাউনিয়ায় জাতীয় দৈনিক যুগান্তর'এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩

কাউনিয়ায় বুধবার বহুল প্রচারিত ও শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৩ বছরে পদার্পন করায় কেক কেটে জন্মদিন পালন, এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,কোম্পানি কমান্ডার বীর মুক্তি যোদ্ধা সরদার আব্দুল হাকিম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল,এআরবি রিয়েল এস্টেট এর উপ-পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক রতন বর্ম্মন, মনিরুল ইসলাম মিন্টু, জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, মোঃ সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমূখ। পরে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত নূরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত