এশিয়া কাপের সুপার ফোরে কার খেলা কবে, আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ |  আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ০২:৫৫

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে চারটি দল- পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ বুধবার থেকে শুরু হচ্ছে এই পর্বের খেলা। সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। পয়েন্ট টেবিল পদ্ধতিতে বেছে নেয়া হবে ফাইনালের দুই দল। প্রতিটি দল এই পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আজ বুধবার প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এরপর ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে কলম্বোতে। আর এই পর্বের শেষ ম্যাচটিতে একই ভেন্যুতে খেলবে ভারতের বিপক্ষে।

সুপার ফোরের সূচি :

৬ সেপ্টেম্বর - লাহোর - বাংলাদেশ বনাম পাকিস্তান

৯ সেপ্টেম্বর - কলম্বো - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১০ সেপ্টেম্বর - কলম্বো - ভারত বনাম পাকিস্তান

১২ সেপ্টেম্বর - কলম্বো - ভারত বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর - কলম্বো - পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

১৫ সেপ্টেম্বর - কলম্বো - বাংলাদেশ বনাম ভারত

সুপার ফোর পর্বে শীর্ষ থাকা দুই দল ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত