এবার শিল্পকারখানায় প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৯:৫৯ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০৮:৩৪

গ্যাসের সংকট সমাধানে এবার শিল্পকারখানা খাতে প্রতিদিন চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাস পাবে না কোনো শিল্পগ্রাহক। এটি কাল মঙ্গলবার শুরু হয়ে পরবর্তী ১৫ দিন চলবে।

 আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

এর আগে রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন থেকে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় পেট্রোবাংলা। এ হিসেবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে সিএনজি স্টেশনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত