আর্জেন্টিনার অবস্থান আরও শক্ত হলেও অবনতি ব্রাজিলের, বাংলাদেশেরও সুখবর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:৫৬ |  আপডেট  : ২ মে ২০২৪, ২০:০০

র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার অবস্থান আরও শক্ত হলো। ফিফার সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে শীর্ষস্থানে রয়েছে দলটি।

র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার উন্নতি হলেও অবনতি হয়েছে ব্রাজিলের। পয়েন্ট কমে তিনে ঠাঁই পেয়েছে তারা। দুই নম্বরে যথারীতি ফ্রান্স। সেই সঙ্গে নবম থেকে ষষ্ঠ স্থানে পর্তুগাল ও দশম থেকে অষ্টম স্থানে উঠে এসেছে স্পেন। খবর ইএসপিএন, অলিম্পিকের।

র‍্যাংকিংয়ে বাংলাদেশেরও সুখবর
দেশের ফুটবল র‍্যাংকিংয়েও রয়েছে সুখবর। মালদ্বীপের সঙ্গে ফিফা বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশের ফুটবলারদের জয়ের প্রভাব তাদের র‍্যাংকিংয়ে পড়েছে।


সবশেষ প্রকাশিত র‍্যাংকিং তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮৩তম হয়েছে বাংলাদেশ ফুটবল দল। এর আগে জামালরা ১৮৯তম অবস্থানে ছিল।

দুই লেগের সেই রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ফলে বিশ্বকাপের প্রাক্-বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ঠাঁই করে নেয় জামালরা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। আর এর মাধ্যমে পরের ৩ বছরের ব্যস্ত সূচি নিশ্চিত করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত