আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ - মেসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:৪০ |  আপডেট  : ২২ আগস্ট ২০২৪, ১৭:১৮

কলম্বিয়ার বিপক্ষে ঘাম ঝরিয়ে কোপা আমেরিকার ফাইনালে জিতলো আর্জেন্টিনা। বদলি নামা লাউতারো মার্টিনেজের গোলে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা ট্রফি হাতে নিলো আলবিসেলেস্তেরা। এই ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচে গোড়ালির চোটে কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠে আসতে হয় তাকে। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জেতার একদিন পর মেসি তার চোটের সবশেষ অবস্থা জানালেন।

প্রথমার্ধে একবার চোট পেয়ে উঠে দাঁড়ালেও ৬৪ মিনিটে বলের পেছনে ছুটতে গিয়ে পড়ে যান মেসি। দুই মিনিট পর মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। তাকে কাঁদতে দেখা যায় ড্রেসিংরুমে। দল ভুগতে থাকায় চোখেমুখে ছিল অস্থিরতার ছাপ। শেষ পর্যন্ত তার ধৈর্যের পুরস্কার পেয়েছেন ১১২তম মিনিটের গোলে।

‘কোপা আমেরিকা শেষ এবং প্রথমেই মেসেজ ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই।’- ইনস্টাগ্রামে লিখেছেন মেসি।

ডানপায়ের চোট প্রসঙ্গে তিন যোগ করেন, ‘আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আমি আশা করি ভালো লাগার ফুটবল খেলার জন্য খুব শিগগিরই মাঠে ফিরবো। আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমরা যেটা চেয়েছিলাম, সেই লক্ষ্য অর্জন করার কারণে।’

মেসির গোড়ালির ইনজুরি তাকে কতদিন সাইডলাইনে রাখবে, সেটা এখনও পরিষ্কার নয়। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত