আদমদীঘিতে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ের দুই মিল মালিকের জরিমানা
প্রকাশ: ১ জুন ২০২২, ২১:৩৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮
সরকারের সাথে চুক্তি ব্যাতিত অবৈধ ভাবে গুদামে ধান মজুদ ও সরকার কর্তৃক নির্ধারিত অতিরিক্ত মজুদ রাখার দায়ে বগুড়ার আদমদীঘিতে মেসার্স সততা চাল কল ও মেসার্স কাকলী রাইচ মিল মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিষার শ্রাবণী রায় এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মিল মালিকরা বোরো মৌসুম চলাকালেও চাল ও ধানের অতিরিক্ত মজুদ রেখে বাজারে দামের উর্দ্ধগতি সহ সরকারের সাথে চুক্তি না করে গুদামে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় বুধবার উপজেলার নশরতপুর মেসার্স সততা চাউল কলে অভিযান চালিয়ে মিল মালিক তবিবর রহমানের ৩০ হাজার টাকা ও সান্তাহার পূর্ব ঢাকা রোড মেসার্স কাকলী রাইচ মিল মালিক কোমল কুমার ঘোষ এর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া সান্তাহার বুশরা এগ্রো ফুডস্ ও সাঁওইল ব্রাদার্স রাইস মিল মালিকদের সতর্কবার্তা দেয়া হয় এবং নশরতপুর হবিবর রহমানের চালের গুদামে কেউ না থাকায় সিলগালা করে ভ্রাম্যমান আদালত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত