মাদারীপুরে   স্থানীয় সরকার দিবস পালিত

  এসআর শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯ |  আপডেট  : ৫ এপ্রিল ২০২৫, ০৫:০৬

তরুণদের দেশ গড়ার অংগীকার,জন সেবায় স্থানীয় সরকার এ প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে পালিত হয়েছে স্থানীয় সরকার দিবস।

এ উপলক্ষে মাদারীপুর পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ভবনের এসে শেষ হয়। জেলা পরিষদ ভবনে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার মাদারীপুরের উপপরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলম এর সভাপতিত্বে প্রধান হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। 

অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাকত চাকমা,মাদারীপুর সদর উপজেলার দ্বায়িত্বরত নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া,মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দ্বায়িত্বরত কমান্ডার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন,  মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস,ঝাউদি ইউনয়নের  প্রশাসনিক কর্মকর্তা মো সাইদর রহমান প্রমুখ।

এ অনুষ্ঠানে মাদারীপুর পৌসভা. জেলা পরিষদ ও সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত