নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণের সাথে মতবিনিময়

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ১৬:২৫ | আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৮

বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম নন্দীগ্রামের কর্মরত সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আনোয়ারুল হক, পৌর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক টিপু সুলতান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল ও কার্ষনির্বাহী সদস্য মামুন আহমেদ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত