নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ | আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, ২০:০৭
বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে লাইসেন্সবিহীন সার বিক্রির প্রমাণ পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান বিপ্লব (৩৮) কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হকসহ নন্দীগ্রাম থানা পুলিশ।
এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে নির্ধারিত মূল্যে সার সরবরাহ বা বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু অসাধু সার ব্যবসায়ী সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত