আদমদীঘিতে ধানের শীষে লিফলেট বিতরণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫ |  আপডেট  : ৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪১

বগুড়া-৩ নির্বাচনী এলাকার আদমদীঘি উপজেলার শালগ্রামে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আদমদীঘি উপজেলা বিএনপি সভাপতি আব্দুর মহিত তালুকদারের ধানের শীষ মার্কা পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির অন্যতম সদস্য রেজাউল হক বাচ্চুর নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করা হয়। দিন ব্যাপি এই কার্যক্রমের অংশ গ্রহন করেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, রহমতুল্লাহ, ফারুক হোসেন, মেহেদী হাসান ফটিক, যুবদল নেতা ওয়ালিউল ইসলঅম মিলনসহ নেতৃবৃন্দ। ধানের শীষের প্রচারনার এই টিম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ৪নং ওয়ার্ড শালগ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষদের নিকট লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত