মাঠে মাঠে ধান কাটার মহোৎসব
মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন, মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন
এসআর শফিক স্বপন,মাদারীপুর
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫ | আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪১
মাদারীপুরে আমন ধানের বাম্পার ফলন"মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন । মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। আবহাওয়া অনুকূল এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শের ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন খুশির ঝিলিক। মাদারীপুর জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা যায়, ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। ফলন ভালো হওয়ায় বেজায় খুশি কৃষকের মনে । তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শংকায় কৃষক।
মাদারীপুর জেলার মাদারীপুর সদর, রাজৈর, মিবচর, কালকিওি ডাসার উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা যায়, ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। ফলন ভালো হওয়ায় বেজায় খুশি । সোনালী ধানে স্বপ্ন বুনছে কৃষক, বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত দিন পার করছে কৃষাণ-কৃষাণীরা। একদিকে ধান কাটা, আর অন্যদিকে ধান মাড়াই নিয়ে ব্যস্ত তারা। বিস্তীর্ণ মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন।
সদর উপজেলার মোবারকদী গ্রামের আসাদ মোল্লা বলেন, আবহমানকাল থেকেই বছরের এই সময় অগ্রহায়ণ মাস এলেই নতুন ধান ঘরে তুলি আমরা , আর সেই সাথে শুরু হয় ঘরে ঘরে নবান্নের হাওয়া, নতুন সুগন্ধি ধান দিয়ে মেতে ওঠে শিতকালিন পিঠা ও পায়েষের উৎসবে। তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে মাদারীপুর জেলার সর্বত্র।
মাদারীপুর জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ি, এবছর জেলায় ২২ হাজার ৬শ ১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে আবাদ হয়েছে ২৪ হাজার ৩শ হেক্টর জমিতে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় লক্ষমাত্রা নির্ধারণ হয়েিেছল ৫ হাজার ৫শ৬০ হেক্টের এবং আবাদ হয়েছিল ৫ হাজার ৬ম ৯ হেক্টর জমিতে, কালিিকনি-ডাসার উপজেলায় লক্ষমাত্রা নির্ধারণ হয়েিেছল ৯ হাজার ৬শ৯৫ হেক্টের এবং আবাদ হয়েছিল ১০ হাজার ৮৪ হেক্টর জমিতে, রাজৈর উপজেলায় লক্ষমাত্রা নির্ধারণ হয়েিেছল ২ হাজার ৫শ ৪০ হেক্টের এবং আবাদ হয়েছিল ২ হাজার ৬শ ৮০ হেক্টর জমিতে, এবং শিবচর উপজেলায় লক্ষমাত্রা নির্ধারণ হয়েিেছল ৪ হাজার ৮শ১৫ হেক্টের এবং আবাদ হয়েছিল ৫ হাজার ৯শ ২৭ হেক্টর জমিতে।
মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা ড. রহিমা খাতুন জানান, প্রনোদনার আওয়তায় ৩ হাজার ১শ ৫০ জন কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে। রাজস্বে আওতায় আরো ভালো ভালো বীজ সরবরাহ করেছি।
এবছরে আমন ধান চাষে আবহাওয়া অনুকূলে থাকায় কোনো রোগবালাই না হওয়ায় এবং ফলন ভালো হওয়ায় কাঙ্খিত ফলন ঘরে তুলে বাজারে ভালো দাম পাবেন এমটাই প্রত্যাশা জেলার কৃষকদের
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত