দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে: লৌহজংয়ে আসাদুজ্জামান রিপন
মিজানুর রহমান ঝিলু
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪ | আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, ২০:৪১
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে মানুষ যখন উদ্বেগ ও সংশয়ের মধ্যে আছে, ঠিক তখনই বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশবাসীকে চিন্তায় ফেলে দিয়েছে।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি লৌহজং কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সর্বস্তরের নাগরিক সমাজের অংশগ্রহণে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণমোনাজাত ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।
ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, শেখ হাসিনা বিষপ্রয়োগ করে খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন। বেগম খালেদা জিয়া আজীবন জনগণের ক্ষমতায়নের জন্য লড়াই করেছেন।তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্মাণের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন নসু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সোলায়মান তপু, বর্তমান যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ড. আসাদুজ্জামান রিপন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজেই গণমোনাজাত পরিচালনা করেন। এদিন গণমোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠান গণসমাবেশে পরিণত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত