সুখী-সমৃদ্ধ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করতে হবে : জাহিদুল ইসলাম
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ | আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, ২০:১৯
বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে এ ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো বিভাজন চলবে না। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের দূরত্ব ও বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিলো, যা বাংলাদেশের চেতনাকে আঘাত করেছে। তাই দেশের উন্নয়নে ঐক্য, নৈতিকতা ও সত্যের পাশে দাঁড়ানোর বিকল্প নেই।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হক সরকারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজ বলেন, আমরা হিংসার রাজনীতির বিপরীতে ভালোবাসার রাজনীতি করে আসছি। আগামীদিনে সকল শক্তি মোকাবিলা করে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি তরুণদের শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সমাবেশকে ঘিরে সকাল থেকেই নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত