‎এবার একযোগে ডিএমপির ৫০ থানার ওসিকে বদলি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬ |  আপডেট  : ৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের [ডিএমপি) উপ-পুলিশ কমিশনার [ডিসি) পদের ১৪ কর্মকর্তার পর এবার ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে [ওসি) একযোগে বদলি করা হয়েছে।‎বৃহস্পতিবার [৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ শাহজাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করার তথ্য জানানো হয়।

‎বদলিকৃত ওসিদের মধ্যে কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামানকে শাহবাগ থানা, সবুজবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে লালবাগ থানা, খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেনকে ক্যান্টনমেন্ট থানা, পল্টন থানার ওসি মো. নাসীরুল ইসলামকে বাড্ডা থানা, মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিনকে মোহাম্মদপুর থানা, শাহজাহানপুর থানার ওসি মো. জাহাঙ্গীরকে রামপুরা থানা, একই থানার মোহাম্মদ রাহাৎ খানকে রমনা থানা, মুগদা থানার শরীফুল ইসলামকে দক্ষিণখান থানা, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে খিলগাঁও থানা, ডেমরা থানার মাহজমুদুর রহজমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা, কদমতলী থানার মোহাম্মদ আইয়ুবকে নিউমার্কেট থানা, যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামানকে মতিঝিল থানা, গেন্ডারিয়া থানার গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা, ওয়ারী থানার এম এ রউফ খানকে শ্যামপুর থানা, ভাষানটেক থানার ওসি ফয়সাল আহমেদকে কোতয়ালি থানার ওসি করা হয়েছে।

কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে চকবাজার থানা, শাহআলী থানার গোলাম আজমকে মিরপুর মডেল থানা, রুপনগর থানার ওসি মোরশেদ আলমকে উত্তরা পূর্ব থানা, পল্লবী থানার ওসি মফিজুর রহমানকে ওয়ারী থানা, তেজগাঁও থানার মো. মোবারক হোসেনকে বিমানবন্দর থানা, আদাবর থানার এসএম জাকারিয়াকে দারুসসালাম থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেনকে ভাষানটেক থানা, শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হককে ভাটারা থানা, মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদকে উত্তরা পশ্চিম থানা, হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে খিলক্ষেত থানা, শাহ আলী থানার পরিদর্শক [তদন্ত) মতিউর রহমানকে সূত্রাপুর থানায় বদলি করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ওসি মনজুরুল হাসান মাসুদকে রুপনগর থানা, ডিএমপির লাইনওআরের পরিদর্শক মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে মুগদা থানা ও ডিএমপির আইএডি বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

‎পাশাপাশি দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমানকে ডেমরা থানা, উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমানকে আদাবর থানা, তুরাগ থানার ওসি মনিরুল ইসলামকে শেরেবাংলা নগর থানা, উত্তরা পূর্ব থানার ওসি মো. ফজলে আশিককে কলাবাগান থানা, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজুকে যাত্রাবাড়ী থানা, ভাটারা থানার ওসি রাকিবুল হাসানকে গুলশান থানা, খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনকে কাফরুল থানা, গুলশান থানার ওসি হাফিজুর রহমানকে হাজারীবাগ থানা, ক্যান্টনমেন্ট থানার ওসি একেএম আলমগীর জাহানকে পল্লবী থানা, বাড্ডা থানার হাবিবুর রহমানকে উত্তরখান থানা, রমনা থানার গোলাম ফারুককে কামরাঙ্গীচর থানা, হাজারীবাগ থানার মুহাম্মদ সাইফুল ইসলামকে ধানমন্ডি থানায় বদলি করা হয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুরকে বনানী থানা, ধানমন্ডি থানার ওসি কাশৈন্যুকে তেজগাঁও থানা, নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হককে বংশাল থানা, কলাবাগান থানার মনিরুজ্জামানকে গেন্ডারিয়া থানা, সূত্রাপুর থানার সাইফুল ইসলামকে শাহজাহানপুর থানা, বংশাল থানার রফিকুল ইসলামকে তুরাগ থানা, চকবাজার থানার শেখ আশরাফুজ্জামানকে কদমতলী থানা, লালবাগ থানার ওসিকে পল্টন থানায় বদলি করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত