শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আদমদীঘিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২ | আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে এ দোয়া অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হক রাজা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটেরআহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মাহিনুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ নেতৃবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত