খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪ |  আপডেট  : ৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) দুপুর ১ টায় বিদ্যালয়ের শ্রেনীকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ দোয়া আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সিনিয়র সহকারী শিক্ষক বাবু সুকুমার মন্ডল, মো. মমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ শেখ।

দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক মো.বেলাল হোসাইন । এসময় শিক্ষার্থীরা দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্যও দোয়া প্রার্থনা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত