খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় পঞ্চগড় পৌর বিএনপির দোয়া মাহফিল
পঞ্চগড়প্রতিনিধি
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০ | আপডেট : ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫
বিএনপির চেয়ারপান ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সরকারি অডিটোরিয়াম মুক্তমঞ্চে পৌর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আব্দুল বারি, সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পৌর বিএনপির নেতা-কর্মী, বিভিন্ন মসজিদের আলেম ওলামা ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আ, ন, ম আব্দুল করিম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত