গজারিয়ায় ৮ হাজার পিস ইয়াবা ও গাড়ীসহ একজন মাদক কারবারি আটক

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯ |  আপডেট  : ৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) ভোররাত প্রায় ৩টা দিকে বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম (পিতাঃ আ. খালেক), তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লম্বাবিল হোয়াইকং এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে ইব্রাহীমের ব্যবহৃত স্কয়ার কোম্পানির একটি গাড়ি এবং তার কাছ থেকে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, আটক ইব্রাহীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।

পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে স্থানীয়রা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত