২ প্রার্থীর সমান সংখ্যক ভোট হওয়ায় আবারো ভোট

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২২, ১৫:১৮ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ২৩:২৬

শেষ ধাপে বুধবার (১৫ জুন) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান জিয়া। ১নং বুড়ইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৩ টি সংরক্ষিত মহিলা আসনে সদস্য নির্বাচিত হলেও ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২ প্রার্থীর সমান সংখ্যক ভোট হওয়ায় ওই ওয়ার্ডে তাদের মধ্যে আবারো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 বুধরার রাত ৯ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আব্দুল কাদের (তালা প্রতীক) ৮২৫ ও মহিদুল ইসলাম বাবু (মোরগ প্রতীক) ৮২৫ ভোট পাওয়ায় আবারো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫নং ওয়ার্ডে ৫ জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আব্দুল কাদের (তালা প্রতীক) ৮২৫ ভোট, মহিদুল ইসলাম বাবু (মোরগ প্রতীক) ৮২৫ ভোট, আব্দুল আলীম (আপেল প্রতীক) ৫৯৩ ভোট, সাহেব আলী (টিউবওয়েল প্রতীক) ৩৯৪ ভোট ও একাব্বর হোসেন পুটু (ফুটবল প্রতীক) ৩৩৭ ভোট পায়।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত