সেনাবাহিনী সম্পর্কে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না: জোনায়েদ সাকি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:০৩ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ১১:১১

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সেনাবাহিনী সম্পর্কে এমন কোনও বক্তব্য দেওয়া ঠিক হবে না যেটা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পারে।’
রবিবার (২৩ মার্চ) গণসংহতি আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নির্বাচন ও সংবিধানের সংস্কার পরিষদের নির্বাচনের দাবিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘কোনও প্রতিষ্ঠানকে আজকে মুখোমুখি করে তোলা কিংবা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনও তৎপরতা এ দেশেরে রাষ্ট্র ব্যবস্থার জন্য মঙ্গলজনক হবে না। ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে এবং প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রের অত্যাবশ্যক প্রতিষ্ঠান সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল, তারা জনগণের দিকে গুলি করবে না এর মাধ্যমে তারা অভ্যুত্থানের অংশীদার। কাজেই আজকে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের কাজ হবে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া।’
গণসংহতি আন্দোলনের রংপুর জেলার সমন্বয়কারী আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সদস্য সচিব তৌহিদুর রহমান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, জেএসডি নেতা আমিন উদ্দিন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত