সিলেটে হেফাজত নেতা মাওলানা মুফতি মাসউদ গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:৩৫ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০০:৪৩

সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও স্থানীয় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় পূর্বেই আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় জকিগঞ্জ উপজেলাধীন বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মসিউজ্জামান চৌধুরী শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কিছু মুসল্লি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন অবস্থায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করায় মিছিল পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- মঞ্জুর আহমদ (৪৮), শাহ মুর্তজা চৌধুরী (৪০), জিল্লুর রহমান (৫০), হুমায়ুন আহমদ (৪৫), শাহাব উদ্দিন (৩০), জাকারিয়া আহমদ (৩৩), নুরুল হক (৪৭), কামিল আহমদ শেহজাদ (২২)।

এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ। মাওলানা মুফতি মাসউদকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত