সিরাজদিখানে শাহজাহান বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১ জুন ২০২২, ১৪:৪৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৩
সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাহজাহান বাচ্চুর স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পন করাসহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ-সিরাজদিখান সড়কের পূর্বকাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাহান বাচ্চুর স্ত্রী লুৎফা আক্তার কাকনের সভাপতিত্বে ও মুজিব রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন লেখক তপন বাকচী, অভিজিৎ রায়, লেখক সুমন্ত রায়, প্রফেসর মোঃ এজাজ হোসেন খান, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ইউপি সদস্য জয়ন্ত ঘোষ, জিএম শাহালম, দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয়, শেফালী বেগম, সাংবাদিক আব্দুল রশিদ রতন, সাংবাদিক জামালউদ্দিন খান প্রমুখ।
ইউপি সদস্য জয়ন্ত ঘোষ বলেন, মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু ভাই আজ আমাদের পাশে নেই, এ কথা ভাবতেই যেন নিথর হয়ে পড়ি। সংবাদটি ওই দিন আমার কাছে বজ্রাঘাতের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে এই ব্লগার জ্ঞানতাপসকে শুধু শ্রদ্ধার চোখেই দেখতাম না, তাকে তার মননশীল লেখার কারণেই ক্রমস্ব মনে করতাম। তার মতো একজন বড় মাপের মানুষের মূল্যায়ন করা, তাকে নিয়ে পর্যালোচনা করা আমার পক্ষে সহজ নয়। আমার মতো নগণ্যজনকেও তিনি যেভাবে প্রীতির চোখে দেখতেন, তা আমার জন্য গর্বের বিষয় হয়ে আছে। বয়সে তিনি আমার প্রায় পনের বছরের বড়। তার কর্ম ও খ্যাতির বিস্তৃতি সীমানায় তিনি আমাদের সামনে শারীরিক অনুপস্থিতি সত্ত্বেও তিনি আমাদের মনে জ্বলজ্বল করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত