সিরাজদিখানে শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানে পান ফকিরের চিবিৎসায় প্রতিদিন ভির রোগীদের

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০ |  আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে  শাহা জালাল পান ফকিরের চিকিৎসা নিতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। নানা ধরনের শারীরিক সমস্যার সমাধান পাওয়ার আশায় রোগীরা শরণাপন্ন হচ্ছেন তার নিকট।

স্থানীয়দের দাবি, সিরাজদিখান রশুনিয়া এলাকায় দীর্ঘদিন ধরে পান ফকির ঐতিহ্যবাহী ভেষজ ও আধ্যাত্মিক পদ্ধতিতে চিকিৎসা দিয়ে আসছেন। অনেকেই জানান, প্রচলিত চিকিৎসা না মেলায় কিংবা দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা শাহা জালাল পান ফকিরের কাছে আসেন।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ তার সেবা গ্রহণ করতে আসেন। তাদের মতে, অনেক রোগী আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হচ্ছেন।

তবে চিকিৎসকরা এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তারা জানান, রোগ নিরাময়ে বৈজ্ঞানিক চিকিৎসার পাশাপাশি ঐতিহ্যগত পদ্ধতিতে কেউ উপকার পেলে তা ইতিবাচক, তবে বড় ধরনের জটিল রোগে অবশ্যই আধুনিক চিকিৎসা গ্রহণ করা জরুরি।

শাহা জালাল পান ফকির বলেন,মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদাত করা। আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ হচ্ছে ইবাদাতের মূল উদ্দেশ্য। তিনি একমাত্র মাবুদ। আর আমরা তাঁর বান্দা। বান্দার কাজ হচ্ছে মাবুদের ইবাদাত করা। ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দারের ইচ্ছা পূর্ণ্য করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত