পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান বিষয়ে কর্মশালা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭ |  আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮

 ‘‘জীবিকার চেয়ে বড়, শিশুর টিকা নিশ্চিত করো’’এই শ্লোগানে দেশব্যাপি ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে গনমাধ্যমকর্মীদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান,  পরিচালক (প্রচার ও সমন্বয়) গন যোগযোগ অধিদপ্তর ঢাকা ডালিয়া রহমান ও পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার   করেন উজ্জ্বল শীল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  মো. সাবেত আলী বলেন, এ বিষয়ে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। টিকাদানে ভয়ের কিছু নাই। কেউ যেনো কোন গুজব ছড়াতে না পারে‘ কেউ যেনো আতঙ্ক সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দর প্রজন্ম সুন্দর দেশ-জাতী গড়ে তুলতে হবে। এজন্য শিশুদের মা বাবাকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এ জন্য সহজে রেজিষ্ট্রেশন করা যাবে এখন অধিকাংশ মানুষের কাছে এন্ড্রোয়েট মোবাইল আছে হাতেই সেটি করা যাবে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন ‘পঞ্চগড় জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টিকা দেওয়া হবে। পঞ্চগড় জেলায় ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জনকে এই টিকার আওতায় আনা হবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। কর্মশালায় ৬০ জনের ও বেশি প্রিন্ট, ইলেট্রোনিক ও অনলাইনমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত