আদমদীঘি পুজা উপলক্ষে মন্দির কমিটির নিকট চাল বিতরণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২ |  আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫

বগুড়ার আদমদীঘি উপজেলার শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ৬৫ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সরকারি জিআর প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা এই চালের ডিও প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, অফিস সহকারি নুর মোহাম্মাদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য : এবার শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আদমদীঘি উপজেলার ৬৫ মন্ডবে সরকারি জিআর প্রকল্প থেকে ৫০০শত কেজি করে চাল প্রতি মন্ডবের সভাপতি ও সম্পাদকের নিকট প্রদান করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত