বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের ভারতের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা !

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬

এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। এমন ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে তার চোট গুরুতর নয় বলে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে।
গত সোমবার অনুশীলনে চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাটিং অনুশীলনের সময় লিটন পাঁজরে চোট পান। পরে আর ব্যাট করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও বলা হয়, গুরুতর কিছু হয়নি। তবুও শঙ্কা ছিল তার ভারতের বিপক্ষে খেলা নিয়ে।
আজ ম্যাচের দিন খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক রয়েছেন টাইগার অধিনায়ক। তার ম্যাচ খেলার সম্ভাবনাই বেশি। তবে লিটন খেলবেন কি না সেই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি টিম ম্যানেজমেন্টের কেউ। ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নামতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকাল অনুশীলন করেননি বাংলাদেশের খেলোয়াড়েরা।
এর আগে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন লিটন। মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এরপর বেঞ্চে বসেই লিটন দলের অনুশীলন দেখেছেন। ফাইনালে উঠতে টাইগারদের আসন্ন দুই ম্যাচই গুরুত্বপূর্ণ। অধিনায়ক লিটনকে নিশ্চিতভাবেই সেখানে পেতে চাইবে ফিল সিমন্সের দল।
শ্রীলঙ্কা হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করেছিল বাংলাদেশ। পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটির নেট রানরেট +০.১২১। দুই ম্যাচে প্রথম জয়ে সমান ২ পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট +০.২২৬। পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করা ভারত এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সূর্যকুমার যাদবদের নেট রানরেট +০.৬৮৯। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অন্তত একটিতে জিততে হবে লিটন-মুস্তাফিজদের। দুটি জিতলে তাদের আর সমীকরণের হিসাব মেলানোর প্রয়োজন হবে না।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত