সামান্য চেচামেচির জন্য মা-মেয়েকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী

সিরাজদিখানে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার এক

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:০৮ |  আপডেট  : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:২০

সামান্য চেচামেচি আর মোবাইলে ভিডিওর শব্দ সহ্য করতে না পেরে কাঠের ডাসা দিয়ে প্রথমে মাকে ও পরে মেয়েকে পিটিয়ে হত্যা। এরপর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘাতক প্রতিবেশির পলায়ন। এমনই লোমহর্ষক তথ্য উঠে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দক্ষিন রাজানগর গ্রামের আমেনা-মরিয়ম জোড়া খুনের তদন্তে। এঘটনায় পুলিশ গ্রেফতার করেছ ঘাতক প্রতিবেশী আলীকে  মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম শুক্রবার বিকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান এসব তথ্য। 

তিনি জানান,  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় ভাড়াটিয়া টিনের ঘরে মেয়ে মরিয়মকে নিয়ে থাকতেন আমেনা বেগম। তার স্বামী থাকতেন বরিশালে।  দেড় বছর আগে পাশের বাসায় ভাড়ায় উঠেন একই উপজেলার সৈয়দপুর এলাকার আলী হোসেন।  মেয়ের সাথে সামান্য রাগারাগির শব্দ কিংবা মোবাইলে নাটক- গানের শব্দও সহ্য হতো না আলীর। গত ১৯ জানুয়ারি সকালে সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় নিজ বসতঘরে এ বিষয়ে কথা-কাটাকাটি একপর্যায়ে তাদের ডাসা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের আমেনা বেগমের মা মনোয়ারা সিরাজদিখান থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ।

পুলিশ সুপার আরো জানায়, তদন্তের প্রেক্ষিতে  ২৯ জানুয়ারি রাতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি ব্রিজ সংলগ্ন পাখির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলী হোসেনকে।  আজ শুক্রবার বিকালে পুলিশের প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকে পাঠানো হয়েছে আদালতে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি সকালে সিরাজদিখান উপজেলার দক্ষিন রাজানগর এলাকায় নিজ বসতঘরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত