বোদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত ব্যক্তি নিহত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:২৫ |  আপডেট  : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:২১

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যারা নিহতের ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের ধরধরা নাম এলাকায় ট্রেন লাইনে এই দূর্ঘটনাটি ঘটেছে। ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া ওই ব্যক্তির লাশের উপড় দিয়ে তিনটি ট্রেন চলাচল করেছে বলে পরবর্তীতে জানা যায়। ফলে মরদেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায় । ঘটনাটি ঘটেছে শুক্ররবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক রাত   নয়টার আগে আগে। 

এসময় লাশটি পড়ে থাকলে স্থানীয়রা লাল পতাকা দেখিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে পুলিশ ও ফয়ার সার্ভিসকে খবর দেয়।পরে হাত পা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির  মরদেহটি উদ্ধার করা হয়।   

এ বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সেলিম মালিক জানান, তারা রাত  নটার আগে খবর পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনার দিন রাতেই জিআরপি পুলিশ মরদেহটি নিয়ে যায়। মরদেহটি কয়েক টুকরা হওয়ায় তাকে শনাক্ত করা যায়নি। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত