থানায় অভিযোগ
সিরাজদিখানে ৩০ লাখ টাকা, স্বর্ণালংকার ও সন্তান নিয়ে পালিয়ে গেল প্রবাসীর স্ত্রী
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:০৪ | আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:০৪
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নগদ প্রায় ৩০ লাখ টাকা, দুই ভরি ওজনের স্বর্ণের হার, চেইন ও কানের রিং নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। এ ঘটনার পর অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী কবিতা আক্তার রিভা (৩০)। নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন এনজিও ও আশপাশের গ্রামের লোকজনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে হঠাৎ নিখোঁজ হন বলে অভিযোগ উঠেছে। সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন দানিয়াপাড়া গ্রামের শেখ বাবুলের ছেলে মালোয়েমিয়া প্রবাসী শাহাদাতের সঙ্গে গত ২৬ জানুয়ারী এই ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় ছেলের স্ত্রী কবিতা আক্তার রিভাসহ ছেলের শ্বশুর এবং শ্যালক ইমরানকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বাবা শেখ বাবুল(৫৫) । কৌশলে আড়াই বছর বয়সী মেয়েকেও নিয়ে গেছেন কবিতা আক্তার রিভা ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে ্একই উপজেলার বাবার বাড়ি বাসাইল ইউনিয়নের পাথরঘাটায় যাওয়ার কথা বলে ঘর থেকে জামাকাপড় নিয়ে বের হন কবিতা আক্তার রিভা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি বাবার বাড়িতেও পৌঁছাননি।
নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পরিবারের আশা করছে, প্রশাসনের সহায়তায় দ্রুত কবিতা আক্তার রিভার সন্ধান পাওয়া যাবে।
এদিকে, নিখোঁজ নারীর নেওয়া ঋণের টাকা আদায়ে এনজিও কর্মী ও স্থানীয় দেনাদাররা তার শ্বশুর-শাশুড়ির ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারা চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় আতঙ্ক ও মানবেতর জীবনযাপন করছেন । প্রবাসী শাহাদাতের বড় বোন পারুল বেগম বলেন, আমার ভাইয়ের বউয়ের সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। আমার ভাবী বিভিন্ন এনজিও ও লোকজনের কাছ থেকে টাকা টাকা উঠাতে ে বিষয়ে জানতে চাইলে মনোমালিন্য হয়। এরপরই বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারসহ ভাতিজিকে নিয়ে পালিয়েছে। এরপর তাদের বাসায় একাধিকবার যোগাযোগ করলেও বউ ও ভাতিজির সন্ধান চাইলে নিখোঁজ রয়েছে বলে জানায়।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, প্রবাসীর সঙ্গে প্রতারণার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।পরিবারের পক্ষ থেকে কবিতা আক্তার রিভার সন্ধান চেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত