সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির মতবিনিময় সভা
আকাশ মন্ডল
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২২
জোটবদ্ধ নির্বাচন উপলক্ষে সিরাজদীখানে সিরাজদিখান ও শ্রীনগরর জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১জানুয়ারি) দুপুরে নিমতলা জামিয়া মুহাম্মাদিয়া বিক্রমপুর নিমতলা মাদরাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ- ১ (সিরাজদীখান - শ্রীনগর) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আব্দুল্লাহ।
জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছসেবক দলের সাধারন সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়নের বিএনপির সভাপতি নাসিম খান, সাধারন সম্পাদক খায়ের শেখ, সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ সুজন, থানা স্বেচ্ছসেবক দলের আহবায়ক মো আজিজুল ইসলাম ভুইয়া, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি ইসমাইল হোসেন কাসেমী, সহ-সাংগঠনিক মাওলানা আব্দুল্লাহ আল মাসরুর, প্রচার সম্পাদক মুফতি নাফিজুর রহমান। যুব জমিয়তের জেলার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। জমিয়তে ওলামায়ে ইসলাম সিরাজদীখান শাখার সভাপতি মুফতি আবুল হাসান, সহ-সভাপতি মুফতি আবু শাহাদাত খান, সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ কাসেমী, শ্রীনগর থানার সভাপতি মুফতি আশরাফ আলী কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমেদ ইসাহকী।
সভায় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জমিয়ত নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাকে বিজয়ী করা হলে এই আসনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে ।
সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ জমিয়তের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজের সর্বস্তরে জনগণের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত