আদমদীঘিতে নির্ধারিত সময়ের আগেই শেষ আমন চাল সংগ্রহ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৭ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৫১
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিগত অর্ধ যুগ পর এবার নির্ধারিত সময়ের দেড় মাসেরও বেশি সময় আগেই শেষ হয়ে গেল আমন চাল সংগ্রহ অভিযান। এই দীর্ঘ সময় পর লাভের মুখ দেখেছে সরকারের সাথে চুক্তিবদ্ধ মিলাররা। ফলে তারা মুল বরাদ্দের পর অতিরিক্তি দুই বার করে বরাদ্দ নিয়ে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ শেষ করেছে। এরপরও অনেক মিলার আরো বরাদ্দ নেয়ার আগ্রহ প্রকাশ করলেও সরকারের চাহিদা না থাকায় সাড়া মেলেনি।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ সংগ্রহ মৌসুমে উপজেলায় ১৩ অটোমেটিক চালকলসহ মোট ৯৬ চালকলের অনুকুলে আট হাজার ৪৮ মেট্টিক টন চাল বরাদ্দ করে খাদ্য অধিদপ্তর। সদ্য বিগত ২০২৫ সালের ২০ নবেম্বর থেকে এক মাসেরও কম সময়ে সে বরাদ্দের চাল পরিশোধ করে মিলাররা। পরে কেউ একদফা কেউবা দুইদফা অতিরিক্ত বরাদ্দ নিয়ে চলতি ২০২৬ সালের ১০ জানুয়ারি চাল পরিশোধের কার্যক্রম শেষ করেছে। অতিরিক্ত বরাদ্দ করা চালের পরিমান চার হাজার ৮৩ মেট্টিক টন আটশত ২০ কেজি। মোট সংগ্রহের পরিমান ১২ হাজার একশত ৩১ মেট্টিক টন আটশত ২০ কেজি। চুক্তি মোতাবেক বরাদ্দ করা চাল পরিশোধের শেষ সময় আগামী ২৮ ফেব্রæয়ারি নির্ধারণ করা ছিল। তবে ধান সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়নি। অধিকাংশ কৃষক বাড়িতে ও হাটে বাজারে ভালো দাম পাওয়ায় এবং সরকারি নানা ঝামেলা এড়াতে গুদামমুখো হয়নি।
উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারি ভাবে একশত ৩০ মেট্টিক ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তুু সংগ্রগ হয়েছে ৮০ মেট্টিক টন। এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত