কাউনিয়ায় জাল নোট ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৫১
রংপুরের কাউনিয়ায় ৩৫ হাজার টাকার জাল নোট ও ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইয়াছিন আলী (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।
থানা সূত্রে জানাগেছে গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের নিজ বাড়ি থেকে ৩৫ হাজার টাকার জাল নোট ও ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী বাহাগিলী গ্রামের তাজ উদ্দিনের পুত্র। পরে তাকে কাউনিয়া থানা পুলিশের হাতে রাতে সোপর্দ করা হয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন ধৃত আসামি কে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত