রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া গুলিসহ পিস্তল উদ্ধার

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩২ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২৩

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের দল স্থানীয় নাইট গার্ডদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে মেড ইন ইউএসএ লেখা আছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত