সিরাজদিখানে ইছামতি নদীতে অষ্টমী স্নান অনুষ্ঠিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ১০:০৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২০:১৮

মুন্সিগঞ্জ সিরাজদিখানে ইছামতি নদীতে অষ্টমী স্নান করেছেন হিন্দু পুণ্যার্থীরা। আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ স্নানোৎসব অনুষ্ঠিত হয়। সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া স্থানের  ইছাপুরা নদীতে হাজার হাজার হিন্দু পূণ্যার্থী নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা এ অষ্টমী স্নানে অংশ গ্রহণ করে। 

এ উপলক্ষে সন্তোষপাড়া ইছামতি নদীর তীরে ভূইরা,আবিরপাড়া,রাজদিয়া পাটিকরপাড়া,জেলেপাড়া,লতব্দী,তাজপুর দানিয়াপাড়াসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভিড় জমায়। অস্টমী স্নান শেষে পূণ্যার্থীরা স্থানীয় সন্তোষপাড়া শিব মন্দিরে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান করে। এ উপলক্ষে শিব মন্দির এলাকায় চিরা,মুরি,দৈ,  গুর,খিচুরি বিতরণ করা হয়। এদিকে, কেয়াইন ইউনিয়নের কাউয়ামোড়া,চোরমর্দ্দন মন্দিরসংলগ্ন ইছামতি শাখা নদীতে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত