শ্রীনগরের শ্যামসিদ্ধীতে মাদকের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২০:০০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৪৭
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১০ জানুয়ারী বিকেলে শ্যামসিদ্ধি গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় আকাশ বলেন, মাদক বেচাকেনা এবং মাদক সেবনের দিক থেকে শ্যামসিদ্ধি অত্যন্ত ঝুকিপূর্ন এলাকা। দুর্দ্ধর্ষ মাদক ব্যাবসায়ী মনির হোসেন মনা ও তার স্ত্রী রোকসানা আক্তার টিটুর ছত্রছায়ায় উঠতি বয়সী অসংখ্য যুবক বর্তমানে মাদক ব্যাবসা ও সেবনে আসক্ত হয়ে পড়েছে।
অত্র এলাকার সাবেক মেম্বার ফরিদা আক্তার বলেন , মাদক কারবারিদের জন্য আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। শ্যামসিদ্ধি এখন অন্য এলাকার মানুষের কাছে সিদ্ধির গ্রাম নামে পরিচিত।
স্থানীয় মুরব্বিরা জানান , এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাঝে মধ্যে গ্রেফতার হলেও কিছুদিন পর ছাড়া পেয়ে আর বেপরোয়া হয়ে উঠে। এদের বিরুদ্ধে কথা বলতে গেলে হেনস্থার স্বীকার হতে হয়। তাই ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। ইতিপূর্বে গাঁজার গাছ সহ রেব মনা ও তার স্ত্রীকে জেল হাজতে পাঠালেও ফিরে এসে আবার যেই সেই ।
এ-সময় উপস্থিত ছিলেন, সেখ ইয়াসিন , আতাহার দেওয়ান, সেখ আরসাদ, কামাল খান, নাজমুল হাসান , মনির সেখ, ইসরাফিল , ইব্রাহিম হোসেন , ইমন দেওয়ান , বিপ্লব হোসেন , আমির সেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত