নেত্রকোনায় ছুটিতে বাড়িতে আসা এসআইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:১১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩০
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহল এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানো হয়।
নিহত শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছেন তিনি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজার করার জন্য বাড়ি থেকে বের হন শফিকুল। উকিলপাড়া এলাকায় আসার পর বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, অস্ত্রের আঘাতে তার ডান পায়ের কব্জির নিচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। জড়িতদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত