কাউনিয়ায় মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:২৮
কাউনিয়া পশ্চিম পাঞ্জরভাঙ্গা জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুক্রবার বাদ জুম্মা আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিজপাড়া মাদ্রসার অধ্যক্ষ মওলানা বদরুল ইসলাম।
মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধনের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য শিল্পপতি আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগদাদা, কাউনিয়া মোঃ হোঃ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া বণিক সমবায় সমিতির সদস্য আলহাজ¦ মাহামুদুল হাসান মাত্তু, কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক গোলাম আজম, পীরগাছা উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, মোঃ শাহ আলম, মসজিদ কমিটির সভাপতি দুলাল মিয়া, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন কালে অতিথিবৃন্দসহ মসজিদ কমিটির সকল সদস্যগন এতে অংশ নেন। উদ্বোধন শেষে তবারক বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত