রহমতগঞ্জ এমএফএসকে ৩-১ গোলে পরাজিত করল মোহামেডান
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২০:০৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে। শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসকে ৩-১ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সাদা-কালোরা।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জ থেকে ৬ পয়েন্টে এগিয়ে।
ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারের পর মনোবল কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল মোহামেডানের। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোপুরি ভিন্ন চেহারার এক দলকে দেখা গেছে। আজকের ম্যাচে প্রথমার্ধে সমান তালে লড়াই করলেও মোহামেডানের আক্রমণ ভাগ রহমতগঞ্জের রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম হয়।
ম্যাচের ৪৫ মিনিটে তরুণ ফরোয়ার্ড রাজু আহমেদ জিশানের গোলের মাধ্যমে মোহামেডান এগিয়ে যায়। যদিও এই গোল নিয়ে রহমতগঞ্জের আপত্তি ছিল, রেফারি অফসাইডের অভিযোগ আমলে নেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও মোহামেডানের গোলকিপার সুজন হোসেন নাবিব নেওয়াজ জীবনের নেয়া শট রক্ষা করে দলকে এগিয়ে রাখেন।
দ্বিতীয়ার্ধে মোহামেডানের আক্রমণ আরও তীব্র হয়। ৬৪ মিনিটে বদলি খেলোয়াড় আরিফ হোসেনের ক্রস থেকে সোলেমান দিয়াবাতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৮ মিনিটে ইমানুয়েল সানডে তৃতীয় গোলটি করে ম্যাচের ফলাফল কার্যত নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত