সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৭:১৮ |  আপডেট  : ১৪ মে ২০২৫, ২০:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আই.ই.আর বিভাগের শিক্ষার্থী ও স্যার এ এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত ঝরবে আমরা কল্পনা করিনি, এর দ্বারা এটা স্পষ্ট যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে আমরা যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখি, তাহলে সাধারণ শিক্ষার্থীদের কে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করব।

এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গতকাল ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য যে নৃশংসভাবে হত্যা হয়েছে, তাতে আমরা বলতে পারি, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়। এর আগেও ক্যাম্পাসে মানসিক বিকারগ্রস্ত তোফাজ্জল হত্যার শিকার হয়েছে। এসব ঘটনাই প্রশাসন তাদের দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টর কোনোভাবেই দায় এড়াতে পারেন না। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি দেখা দিয়েছে, এক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গতকালের হত্যাকাণ্ড বিষয়ে গত রাত থেকে এখনো পর্যন্ত আমরা ভিসি এবং প্রক্টরের কোনো স্পষ্ট বক্তব্য পায়নি। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী যেন এ রকম হামলার শিকার না হয়, আমরা সেই দাবি জানাচ্ছি।

বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও, ইডেন কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত