শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, দায়িত্ব নিয়ে ইউএনও নাম দিলেন “প্রিয়ন্তী”

  নজরুল ইসলাম, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১০:০৩ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৯

শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি কন্যা সন্তান প্রসব করেছ। শনিবার বিকাল ৪ টার দিকে ঢাকা-মাওয়া এ·প্রেসওয়ের ছনবাড়ি বাসস্ট্যান্ডে ওই নারী সন্তানটি প্রসব করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। তিনি নবজাতকের দায়িত্ব নিয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শ্রীনগর থানার সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে নবজাতক ও তার মায়ের প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করেন। এসময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার শিশুটির নাম রাখেন “প্রিয়ন্তী”।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক ও মেডিকেল অফিসার প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়েছেন। শিশুটি ও তার মা সুস্থ্য রয়েছেন। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শিশুটি ও তার মায়ের সার্বিক বিষয় দেখা শুনা করছে। তাদের খাদ্য ও কাপড়ের ব্যবস্থা করেছে। 

উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, মা ও নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত