হাতিরঝিলে চিত্রনায়িকাকে অপহরণের চেষ্টা, উবারচালক আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:০৪ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:০৩

চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের অভিযোগে উবারচালককে আটক করেছে রামপুরা থানার পুলিশ। আজ রোববার আটক করা হয় তাকে। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান। তবে ধৃত ব্যক্তির নাম জানা যায়নি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে ঘটে ঘটনাটি। এদিন নিজের ফেসবুকে বিস্তারিত বর্ণনা করে নিঝুম লিখেছিলেন, ‘‘আমার স্বামী গ্রামের বাড়ি গেছে। এ কারণে নিজের গাড়ি রেখে বের হতে হই। আমি ড্রাইভিং পারি না। উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যেতে। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন।’ জানতে চাইলে বলেন, ‘আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন’। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও তিনি গুলশান রোডে ঢুকেন।’’

এরপর লিখেছিলেন, ‘‘গাড়ির গতি প্রায় ৮০ থেকে ১০০। হাই স্পিডে চালাচ্ছিলেন। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন।’ তখন তিনি আমাকে বললেন, “চুপ থাক, কোনো কথা বলবি না।’ তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। এক পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে নেমে যাই।”

সবশেষে নিরাপত্তার প্রশ্ন তুলে নায়িকা লিখেছিলেন, ‘আমরা কোন দেশে বাস করছি? দিন-দুপুরেও কি নিরাপত্তা পাব না? উবার থেকে এমন হলে কাকে ভরসা করব? আজ গাড়ি থেকে জাম্প দিয়ে যদি না নামতাম, তাহলে আমাকে কি খুঁজে পাওয়া যেত?’

চলচ্চিত্রে নিঝুমের যাত্রা শুরু হয় ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ ক্রেছেন। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপিস্টিক’।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত