পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবীতে কোর্ট ঘেরাও

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:১০ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:১১

পঞ্চগড়ে জেলা জজ ও চীফ জুডিশিয়াল আদালতে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও ঘূষ বাণিজ্য সহ জড়িত বিচারকদের অপসারণের দাবিতে রবিবার(২৬জানুয়ারি) দুপুরে আদালতের প্রবেশ গেটে তালা লাগিয়ে সামনের মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় আদালতে আসা বিচার প্রার্থী, আইনজীবী ও দর্শনার্থীরা আদালতের বাউন্ডারি মাঝে আটকা পড়েন। 

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম  সমন্বয় ফজলে রাব্বি, আতিকুর রহমান  আব্দুল্লাহ মীম, খোরশেদ আলম,  মিজানুর রহমান সেলিম ফারুক হোসেন প্রমূখ।

তবে আগে গত বুবধবার আদালতের বাইরে মহাসড়কের পাশে তারা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। নেতৃবৃন্দ ওই দিন জেলা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান মন্ডল বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনার অপসারণ দাবী করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। 

এর আগে ২১ ডিসেম্বর পঞ্চগড় মকবুলার রহমান (এরআর) কলেজে নিয়োগ পরীক্ষা শুরু হলে সেখানে নিয়োগ পরীক্ষা বন্ধে দাবীতে তুমুল হট্রগোল হয়। এসময় প্রশাসন উদ্বুব্ধ পরিস্থির কারণে পরীক্ষা স্থগিত ঘোষনা করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়া হয়েছিল।বিষয়টি সুষ্ঠু প্রক্রিয়ায় সমাধান না হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যদি দুর্নীতিবাজ এসকল বিচারকদের অপসারণ করা না হয় তবে পতিত ফ্যাস্টিস হাসিনার মতো তাদের বিদায় করা হবে। তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাব বিচার বিভাগে এখনো বিরাজমান রয়েছে।  বিচারপতি মানিকের কথা স্বরণ করিয়ে হুুসিয়ারী উচ্চারণ করে  তারা বলেন এই চার বিচারকের অপসারণ না করা হলে আমাদের আন্দোলন কর্মসূচী চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত