আদমদীঘিতে সরকারি ভর্তুকির সার পাচারের সময় আটক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

উপজেলার সান্তাহার পৌরসভার ডিলার কর্তৃক সরকারি ভর্তুকি মুল্যের ৭৫ বস্তা ডিএপি সার বেশী মুল্যে অন্যত্র পাচার করার সময় অভিযান চালিয়ে আটক করে জব্দ করেছেন উপজেলা কৃষি অফিসার। জানা গেছে, সান্তাহার পৌরসভা এলাকার জন্য কৃষি কার্যালয়ের এসাইন্ডকৃত বিসিআইসি ডিলার মেসার্স মির্জামল বিশে^শ^র লাল। এই ডিলারী প্রতিষ্ঠানের মালিক সন্তোষ আগরওয়াল। তিনি সান্তাহার পৌরসভা এলাকার কৃষক ও সাব-ডিলারদের নিকট দীর্ঘ দিন ধরে সরকার নির্ধারিত মুল্যের ভর্তুকির সার বিক্রি না করে চোরাই পথে বেশী মুল্যে অন্য এলাকায় পাচার করে আসছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রমান মিলেছে রবিবার দুপুরে কৃষি অফিসার কর্তৃক সার আটক ও জব্দ করার মাধ্যমে। এর পুর্বে এই ডিলার দুই বার ট্রাক ভর্তি সার পাচার সময় বগুড়া এবং উপজেলার নসরতপুরে ভ্রাম্যমান আদালতে আর্থিকদন্ড দিয়েছেন বলে জানা গেছে। এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার দিপ্তী রানী রায়, এ প্রতিনিধিকে বলেন, এদিন দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদ পাই। ওই সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার খাড়িরপুল এলাকার সরকারি কবরস্থান এলাকায় থাকা ওই ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে দুই ভুটভুটি ভর্তি ওই পরিমান ড্রাই এ্যামুৃনিয়া ফসফেট (ডিএডি) সার আটক ও জব্দ করা হয়। পরে আগামীতে কৃষি অফিসারের অনুমতি ছাড়া অন্য এলাকায় সার বিক্রি (পাচার) করবেন না মর্মে মুচলেকা প্রদান করায় আইনগত অন্য কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত