আদমদীঘিতে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫২
রবিবার বিকালে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের রেলওয়ে লেভেলক্রসিংয়ে ট্রেনে কেটে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটি এদিন বিকেল পাঁটটার দিকে সান্তাহার স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলওয়ে লেভেলক্রসিং অতিক্রম করার সময় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরিপোর্ট পাঠানো সময় পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের পরিচয় সনাক্তে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কর্তৃক ফিঙ্গার সংগ্রহ করা হয়েছে। এব্যাপারে সিআইডি টিমসহ রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্য হাবিবুর রহমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত