বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মোঃ আব্দুল্লাহ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩২ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:২২

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জ সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) দুপুর ১২ টায় মালখানগর নাইশিং গ্রামবাসী ও মালখনাগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নাইশিং আনোয়ার ছৈয়াল দারুসসুন্নাত ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।

দোয়া মাহফিলে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার। তিনি এদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আজীবন আপসহীন লড়াই করে গেছেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বেগম খালেদা জিয়া ছিলেন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের রাজনীতির বিপক্ষের সোচ্চার কণ্ঠ, গণতন্ত্রের মানসকন্যা। দেশ ও জাতির   ক্রান্তিলগ্নে তার ত্যাগী নেতৃত্ব আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তিনবারের এই সফল প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে যে ভূমিকা রেখে গেছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দেন।

 দোয়া মাহফিলে হাজী আব্দুল মতিন ছৈয়ালের সভাপতিত্বে এবং মহিউদ্দিন আহম্মেদ ও আব্দুল্লাহৃ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,আক্তারুজামান টিটু,মোঃ খোরশেদ আলম,মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, ইয়াছিন সুমন, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ¦ মাওলানা মনির হোসেন, এনামূল হক তুহিন,হাবিব সরকার,মাহমুদা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত