শ্রীনগরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা 

  নজরুল ইসলাম, শ্রীনগর  প্রতিনিধিঃ

প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ২১:০৭ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৬

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মতর্তা প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবদুল মোমেন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। সভায় অংশ নেয় উপজেলার  ১৪টি ইউনিয়নের সকল প্রার্থীরা। 

এসময় সকল প্রার্থীর উদ্দেশ্যে আচরণবিধি পাঠ করে শোনানো হয় এবং তার ব্যাখা দেওয়া হয়। এই উপজেলায় ১২৮টি ভোট কেন্দ্র আছে সেখানে অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত