ছুরিকাঘাতে আহত নারী
শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৩:৫২ | আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২২:১৮

যশোরে চার বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৬) ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদরে পল্লিতে এই ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে একই এলাকার আলমগীরের ছেলে হাসান। হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে যেতো।
এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যার পর হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিতে যায়। সাড়ে ৮টার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এ সময় ওই নারী রান্না করছিলেন।
তারা ঘরে ঢুকে তার চার বছর বয়সী মেয়েকে জিম্মি করে গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এলে ওই নারীর বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের সেবিকারা জানিয়েছেন, ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। আর শিশুটির গলায় ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।
এদিন রাত পৌনে ১টার দিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ‘আমি ভিকটিমের বাসায় রয়েছি। তার সঙ্গে কথা বলছি। যে তাকে আঘাত করেছে, সে ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু। তার বয়স ১৬ বছর। তাকে আটকের চেষ্টা চলছে। আটক হলেই মূল ঘটনা জানা যাবে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা সচেষ্ট।’
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত